Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা চেম্বারের নতুন সভাপতি আশরাফ আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭

ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ আহমেদ। সেইসঙ্গে মালিক তালহা ইসমাইল বারী ঊর্ধ্বতন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. জুনায়েদ ইবনে আলী সহ-সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আশরাফ আহমেদ বর্তমানে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞাপন

ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূরউদ্দিন আহমেদ’র কনিষ্ঠ পুত্র।

ডিসিসিআইর নবনির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- মো. সালিম সোলায়মান, মো. সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান এবং সাইফ উদ্দৌলাহ্।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আশরাফ আহমেদ ঢাকা চেম্বার সভাপতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর