আত্মগোপন থেকে বেরিয়ে মিছিলে নেতৃত্ব দিলেন সোহেল
১৯ ডিসেম্বর ২০২৩ ১০:২৩
ঢাকা: হরতাল-অবরোধ শুরুর পর থেকে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে এবার রাজধানীতে বিএনপির মিছিল হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের প্রথম প্রহরে রাজধানীর শান্তিনগর মোড় থেকে এ মিছিল শুরু করেন তিনি। মিছিলটি কাকরাইল মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাশেদ সরকারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩০/৪০ জন নেতা-কর্মী।
হঠাৎ শুরু হওয়া এ মিছিল পুলিশ আসার আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যান।
সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনে তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ২৯ অক্টোবর থেকে ধারাবাহিক অবরোধ ও হরতাল পালন করে আসছে বিএনপি। গত ৫০ দিনে পাঁচ দফায় সাত দিন হরতাল এবং ১২ দফায় ২৪ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। নির্বাচন বর্জন করে আন্দোলনের ডাকা দিয়ে বিএনপির বেশিরভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। দলের মহাসচিবসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন কারাগারে।
সারাবাংলা/এজেড/এমও