চুয়াডাঙ্গার ২ আসনে প্রতীক পেলেন ১৩ প্রার্থী
১৮ ডিসেম্বর ২০২৩ ২১:৩০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ০১:২৮
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ছয়জন ও চুয়াডাঙ্গা-২ আসনে সাতজন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জাতীয় পার্টির প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক, আর ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী পেয়েছেন আম প্রতীক।
এই আসনের বাকি তিন প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ঈগল প্রতীক, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান পেয়েছেন ফ্রিজ প্রতীক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌ কমান্ডার এম শহিদুর রহমান পেয়েছেন ট্রাক প্রতীক।
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনের সাত প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী পাঁচজন। তাদের মধ্যে নৌকা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজগার, লাঙ্গল পেয়েছেন জাতীয় পার্টি প্রার্থী রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী পেয়েছেন আম প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) দেওয়ান মোহাম্মদ ইয়াছিন উল্লাহ পেয়েছেন মশাল প্রতীক এবং জাকের পার্টির আব্দুল লতিফ খান পেয়েছেন গোলাপ ফুল।
স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম পেয়েছেন ঈগল প্রতীক, আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আবু হাশেম রেজা পেয়েছেন ট্রাক প্রতীক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯ চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার চার লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৩৮৭ জন, নারী ভোটার দুই লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮১টি।
অন্যদিকে ৮০ চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার চার লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৪ হাজার ৪৪২ জন, নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩টি।
সারাবাংলা/টিআর
চুয়াডাঙ্গা-১ চুয়াডাঙ্গা-২ জাতীয়-নির্বাচন প্রতীক বরাদ্দ সংসদ নির্বাচন