Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটুনলা ভেঙে দেবো— মোস্তাফিজের বিরুদ্ধে হুমকির অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:১১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮

চট্টগ্রাম ব্যুরো: ‘তোর ভাইকে সাবধান করে দিস, নয়তো হাঁটুনলা ভেঙে দেবো’— মোবাইলে এমন হুমকিধমকি দিচ্ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকারী এমন বক্তব্যে ভোটের পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থক আওয়াল হোসেন লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, কয়েকদিন আগে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে নিজ বাড়ির উঠোনে বসে সমর্থকদের সামনে বিভিন্ন ভোটারকে ফোন করে হুমকিধমকি দিতে শোনা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে আওয়ামী লীগ প্রার্থীকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘তোর ভাইকে সাবধান করে দিস, নয়তো হাঁটুনলা ভেঙে দেবো।’ পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি গণ্ডামারা ইউনিয়নের এক ব্যক্তিকে ফোন করে এই হুমকি দিয়েছেন। উনার এ ধরনের হুমকিধমকিতে ভোটাররা শঙ্কায় পড়েছেন।

এ ছাড়াও প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বাহারছড়া ইউনিয়নে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিনা আক্তার সারাবাংলাকে বলেন, ‘রিটার্নিং অফিসার স্যারের কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। সেটি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়েছে। আমার কাছে কোনো অভিযোগ আসেনি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর এ বিষয়ে বক্তব্য জানতে পারেনি সারাবাংলা।

মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সাংবাদিককে ফোন করে গালিগালাজ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সাংসদের বিরুদ্ধে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতাকর্মীদের দমনপীড়ন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলসহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

এবার দলের টিকিট না পাওয়ার গুঞ্জনের মধ্যেই নৌকা প্রতীক পেয়ে গত ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ মুজিবুর রহমান মোস্তাফিজ স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর