Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনির দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০১

রংপুর: ডলার সংকটের কারণে আমদানি নির্ভর চিনির দাম কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চিনি পুরোটাই আমদানিনির্ভর। ডলারের দাম কমলে চিনির দামও কমবে।’

আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা করে টিপু মুনশি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও স্বতন্ত্রসহ অন্যান্য অনেক দল অংশ নিয়েছে। তাছাড়া নির্বাচনে মানুষের উৎফুল্লতা বিরাজ করছে। সবমিলিয়ে নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

চিনির দাম জাতীয়-নির্বাচন টপ নিউজ বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর