বগুড়ার ৭ আসন থেকে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার
১৭ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:১৪
বগুড়া: জেলার সাতটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের তিন জনসহ মোট ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই ১১ জনের মধ্যে জাকের পার্টিরও ছয় প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু’জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এই তথ্য জানান।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এই সাতটি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৬৫ জন। তাদের মধ্যে ১১জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন নির্বাচনের মাঠে থাকলেন ৫৩ জন।
যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহমান। বগুড়া-২(শিবগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক ও জাকের পার্টির মো. আজগর আলী ফকির। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু ও জাকের পার্টির মো. গোলাম মোস্তফা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ ও জাকের পার্টির আব্দুর রশিদ সরদার। বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনে জাকের পার্টির মাছুম রানা ওয়াসীম, বগুড়া-৬(সদর) আসনে একই দলের মোহাম্মদ ফয়সাল বিন শফিক এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাকের পার্টির নাজির মাহমুদ রতন ও স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সারাবাংলা/পিটিএম