আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ করেসপেন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:৩০
১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:৩০
ঢাকা: আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) কুয়েতের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর ১৯ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
গতকাল শনিবার কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
কুয়েতের মন্ত্রিসভা শনিবার কুয়েতের সংবিধানের বিধান অনুযায়ী শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে আমির হিসেবে মনোনীত করেছে।
এদিকে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
সারাবাংলা/আইই