Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দিলীপ বড়ুয়া, সৈয়দ ইবরাহিমের প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে দিলীপ বড়ুয়ার পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন মীরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহবায়ক রনজিৎ বড়ুয়া।

বিজ্ঞাপন

রনজিৎ বড়ুয়া সাংবাদিকদের জানান, চট্টগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী মাহাবুব রহমান রুহেলকে সমর্থন জানাতেই তাদের এ সিদ্ধান্ত। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নৌকাকে জয়ী করতে কাজ করবেন তারা।

এ দিন চটগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিমের পক্ষেও প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দেওয়া হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এ আসনে মিত্র দল জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই আসনে তাকেই আওয়ামী লীগ সমর্থন দিয়ে নিজেদের প্রার্থীকে প্রত্যাহার করে নেবে বলে জানা গেছে। তবে সৈয়দ ইবরাহিম কক্সবাজার-১ আসনেও প্রার্থী হয়েছেন। ওই আসন থেকে তিনি ভোট করবেন।

এদিকে চট্টগ্রাম-২ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ইসলামি ফ্রন্টের প্রার্থী এম এ মতিন। তার পক্ষ থেকে প্রত্যাহারপত্র জমা দেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ভূঁইয়া। এম এ মতিন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই আসনে ভোট করবেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই প্রার্থী। তারা হলেন— চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জসিম উদ্দিন বাবুল ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোস্তফা কামাল চৌধুরী। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের নেতাকর্মীরা এ প্রত্যাহার পত্র জমা দেন।

সারাবাংলা/আইসি/টিআর

আওয়ামী লীগ আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-১ চট্টগ্রাম-৫ জাতীয় নির্বচন জাতীয় পার্টি দিলীপ বড়ুয়া প্রার্থিতা প্রত্যাহার বাংলাদেশ কল্যাণ পার্টি সংসদ নির্বাচন সাম্যবাদী দল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর