Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে বাসচাপায় সিএনজি চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ২১:২৬

মানিকগঞ্জ: ঘিওরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ তারা শেখ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোঁকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তারা শেখ মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের জমদুয়ারা এলাকার সূর্য শেখের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

পুলিশ জানান, পাটুরিয়াগামী যাত্রীবোঝাই একটি অটোসিএনজিকে পাটুরিয়াগামী ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই অটোসিএনজি চালক নিহত হন। এসময় সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়েছে। বাস এবং সিএনজি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

বাসচাপা সিএনজি চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর