Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এফবিসিসিআই’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২

ঢাকা: মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

শনিবার (১৬ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাহবুবুল আলমসহ এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এফবিসিসিআই সভাপতি।

বিজ্ঞাপন

এসময় জাতির পিতার পরিবার ও মুক্তিযুদ্ধে সব শহিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, এফবিসিসিআই’র পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

এফবিসিসিআই বিজয় দিবস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর