বাংলাদেশ এখন উন্নয়ন মডেল: রুশ দূতাবাস
১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:১৫
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ার দূতাবাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। রুশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, এই দিন সাহসী ও স্বাধীনতাকামী বাঙালী জাতির উৎসব।
এতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্য পথ করলেন, এখন বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়ন মডেল, মুক্ত, সমৃদ্ধ, আধুনিক দেশ যার— গর্বিত অংশীদার রাশিয়া।
মহান বিজয় দিবসের সকালে রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার ভি মন্টিটস্কি এবং ঢাকায় সামরিক অ্যাটাশে সের্গেই নেদেনব সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ৭০ এর দশকের সোভিয়েত নাবিক ভিটালি গুবেনকো ও অ্যালেক্সান্ডার জালুটস্কিও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, এই দুই নাবিক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দরের মাইন পরিষ্কারের জন্য সোভিয়েত নাবিক দলের সদস্য ছিলেন।
সারাবাংলা/আইই