Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলজারের পরিচালনায় তৌকীর আহমেদ


২০ মে ২০১৮ ১৭:০৩ | আপডেট: ২২ মে ২০১৮ ১৭:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। নির্মাণ করলেন ছোট পর্দার জন্য নাটক। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত নাটকটির নাম ‘উপহার’। প্রচার হবে চ্যানেল আইতে। দুই বছর আগে একই চ্যানেলে বিজয় দিবস উপলক্ষে প্রচার হয় গুলজার পরিচালিত শেষ নাটক।

অভিনেত্রী সোহানা সাবা ও অভিনেতা শিপন মিত্র। ছবি: সংগৃহিত

‘উপহার’ নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সোহানা সাবা, শিপন মিত্রসহ অনেকে। গত ১৮ ও ১৯ মে হয়েছে নাটকের শুটিং। সহজেই যেন সম্পর্ক ভেঙে না যায়, নাটকে থাকবে সেই আহ্বান।

সার্কিটকে সঙ্গে করে ফিরবেন মুন্না ভাই

পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘ঘর ভাঙার খবর এখন আমরা প্রায় শুনি। এমনটা আমরা শুনতে চাই না। কখনো ছেলেটা একের পর এক ভুল করতে থাকে। কখনো আবার মেয়েটা মানিয়ে নিতে পারে না। এমন কিছু সংকটের কথা বলা হয়েছে নাটকে। ছোট কারনে যেন সংসারের মতো সুন্দর জিনিস নষ্ট না হয়, সেরকম একটা বার্তা দেয়ার চেষ্টা আছে নাটকে।’

বিজ্ঞাপন

ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি কবে প্রচার হবে তা এখনো চূড়ান্ত না।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো