Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাকের নেতৃত্বে কমলাপুর-মতিঝিলে বিএনপির মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১০:৫৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:০১

ঢাকা: বিএনপিসহ সমমনাদের ডাকা ১১ তম ধাপের ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মিছিলটি রাজধানীর কমলাপুর আইসিডি থেকে শুরু হয়ে টিটিপাড়া রেললাইনে কিছু সময় অবস্থান করে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমার হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মিছিল থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনের তফসিল বাতিল এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা।

মিছিলে অংশ নেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ওভি আজাদ চৌধুরী নাহিদ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম ভুইয়াসহ ওয়ারী ও গেন্ডারিয়া থানা যুবদল এবং ছাত্রদল নেতা-কর্মীরা।

সারাবাংলা/এজেড/ইআ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর