Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫১

নওগাঁ: নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিছম ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সকালে শহরের লিটন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নিছম ইসলাম পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিছম ইসলাম একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো এদিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নওগাঁ শহরের দোকানগুলোতে অর্ডার নিতে যাচ্ছিলেন তিনি। পথে লিটন ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন নিছম। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

আরোহী নওগাঁ নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর