Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ২১:৪৮

ফাইল ছবি

ঢাকা: মানবাধিকার ইস্যুতে এক পরাশক্তি এবং বিএনপির বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যাদের হাতে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে তারাই আজ মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার।’

রোববার (ডিসেম্বর ১০) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি আমলে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না। মানবাধিকার লঙ্ঘনকারীরা এদেশের মানবাধিকার নিয়ে সোচ্চার। তাদের (বিএনপি) কথা শুনে মনে হয় তারা এখানে বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।’

কাদের বলেন, ‘মানবাধিকারের কথা বলতে হলে প্রথমে বলতে হবে ফিলিস্তিনের কথা। ইসরাইল গাজায় ১৮ হাজার মানুষ মেরেছে, এখনও চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে একমাত্র ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আমলে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে; ওদের লজ্জাও করে না। এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে নজির সৃষ্টি করেছে তা সমসাময়িক বিশ্বে বিরল।’

বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন গতানুগতিক। অবরোধ, হরতাল, একটার পর একটা; এটা তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি।’

জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘১৭ তারিখ পর্যন্ত সময় আছে।’ আগামী ২০ ডিসেম্বর সিলিটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর জনসভায় মধ্য দিয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের টপ নিউজ মানবাধিকার

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর