Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ১৩:২৬

ঢাকা: বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে মতিঝিল বক চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

রোজিনা আক্তার বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ।

সারাবাংলা/ইউজে/এনএস

টপ নিউজ বাসে আগুন মতিঝিল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর