ভোটার কম এলেও নির্বাচন সুষ্ঠু হবে: বাণিজ্যমন্ত্রী
৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮
রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি নির্বাচনে না আসার কারণে কিছুটা ভোটার কম হওয়ার শঙ্কা থাকলেও আগামী সংসদ নির্বাচনে উৎসাহব্যঞ্জক, প্রতিযোগিতামূলক সুষ্ঠু ভোট হবে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দুই দিনের সফরে রংপুর এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিনিদের সঙ্গে বাণিজ্যে এখনও কোনো প্রভাব পড়েনি, তাদের চাওয়া পাওয়াগুলো অনুসরণ করা হচ্ছে।
‘বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছে কি না’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পণ্য না নেওয়া কিংবা অর্থ পরিশোধ না করার শর্ত যুক্ত করে তৈরি পোশাকের কোনো মালিক বাধার মুখে পড়েনি এখনও। এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
এর আগে নির্বাচনের কার্যক্রম নিয়ে নেতকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন টিপু মুনশি।
সারাবাংলা/একে