Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের মাসেই সরকারের পতন হবে: রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ১১:৩৫

রাজশাহী: বিজয়ের মাসেই (ডিসেম্বর) সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগরের তেরোখাদিয়া স্টেডিয়াম এলাকায় মিছিল শেষে তিনি এ মন্তব্য করেছেন। রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী বিরোধী নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে জেলজুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না।’

তিনি বলেন, ‘১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেননি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, তেমনি এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে তাদের পদত্যাগ করতে হবে।’

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনেওয়াজ খুরশিদ রিজভী, রনি প্রাং, বাগমারা উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ বিএনপি বিজয়ের মাস রিজভী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর