Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ছাত্রী হেনস্থা, ২ আনসার সদস্য বরখাস্ত

চবি করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ০০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কয়েকজন ছাত্রীকে হেনস্থার অভিযোগে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্স ইনস্টিটিউটে দায়িত্বরত দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাদের বরখাস্তের বিষয়টি মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দফতর সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই আনসার সদস্য হলেন- মো. আশিকুর রহমান (২৮) ও আনিসুর রহমান (৩০)।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ফরেস্ট্রি বিভাগের কয়েকজন ছাত্রী একটি লিখিত অভিযোগ দেন। এতে তারা উল্লেখ করেন, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের ছাত্রী। সম্প্রতি আমাদের সেশনের কয়েকজন ছাত্রী ফরেস্ট্রিতে কর্মরত নিরাপত্তাকর্মী দ্বারা ইভটিজিংয়ের শিকার হয়েছি। তাদের করা কাজগুলো হলো: অপ্রস্তুত অবস্থায় মেয়েদের ছবি তোলা, ইচ্ছাকৃতভাবে লেভিস ওয়াশরুমে বসে থাকা, ফরেস্ট্রির রাস্তায় মেয়েদের দিকে বাজেভাবে তাকানো ও শিষ দেওয়া এবং গান গাওয়া, ডিউটি বাদ দিয়ে অ্যাকাডেমিক ভবনে ঘোরাঘুরি করা।’

ভুক্তভোগী কয়েকজন ছাত্রী জানান, সম্প্রতি নবীন বরণ অনুষ্ঠানে আসা অনেক ছাত্রীর ছবি পাওয়া গেছে তাদের মোবাইলে।

বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার মো. হিশাম সারাবাংলাকে বলেন, ‘ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে জেলা আনসার কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘ফরেস্ট্রি ইনস্টিটিউটের কিছু ছাত্রী আমাদের কাছে আনসার সদস্য কর্তৃক ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা মেয়েদের ছবি আনসার সদস্যদের মোবাইলে পেয়েছি। পরে তাদের জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতোমধ্যে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

হাটহাজারী থানার আনসার ও ভিডিপি অফিসার তাপস দত্ত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছি। আমরা তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করব। কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমএ/পিটিএম

আনসার সদস্য চবি বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর