Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে গিয়ে বুকে ফুটবলের আঘাত, কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১৮:১৪

মেহেরপুর: মেহেরপুরে গাংনীতে ফুটবল খেলতে ফুটবলের আঘাতে স্বপ্নীল আলী (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

স্বপ্নীল আলী উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে। তিনি সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে ফুটবল খেলছিলেন স্বপ্নীল আলী। হঠাৎ তার বুকে সজোরে ফুটবল লাগে। এতে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

খেলার মাঠে উপস্থিত লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনইউ

ফুটবল ফুটবল খেলা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর