Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে টার্মিনালে রাখা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১১:০৮

দিনাজপুর: শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মির্জাপুর এলাকায় অবস্থিত টার্মিনালে এই আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, রংপুর-দিনাজপুর রুটে গেটলক বাস হিসেবে চলাচল করে এইচএপ্লাসওপি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪১৬)। সোমবার রাতে গাড়িটি টার্মিনালে পার্কিং করে চালক চলে যায়। পরে রাত দেড়টা পর্যন্ত হেলপার অমল রায় গাড়িটি পরিস্কার করে টার্মিনাল এলাকায় একটি হোটেলে খেতে যান। তখনই গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের হেলপার অমল রায় বলেন, ‘বাসের দরজা-জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যাই। সেখান বসেই বাসে আগুন লাগার খবর পাই।’

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

দিনাজপুর বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর