গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩
৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩
ঢাকা: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩ নভেম্বর) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই।
ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটি সম্পুর্ণ পুড়ে যায়। এ ঘটনা কেউ হতাহত নেই বলেও জানান তিনি।
সারাবাংলা/ইউজে/ইআ