গন্তব্যে পৌঁছাতে পারবে না নির্বাচনী ট্রেন: ১২ দল
৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫
ঢাকা: স্টেশনে বিকল হওয়া আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছতে পারবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে অবরোধের সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তারা এ মন্তব্য করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে এখন দলছুট নেতাদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের ষড়যন্ত্র করছে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নাই। তারা এখন পুলিশ বাহিনীর উপর ভরসা করে টিকে আছে। তারা দেশকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের ক্ষমতায় রাখলে বাংলাদেশ কঠিন বিপদে পড়বে।’
জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘স্যাংশন চাপে আওয়ামী লীগ এখন পশ্চিমা কূটনীতিকদের হাতে-পায়ে ধরা শুরু করেছে। এই ফ্যাসিবাদী সরকার জানে এবার বিদায় হলে আওয়ামী লীগের নাম নিশানা বাংলার মাটিতে থাকবে না। তাই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাশিয়া-ভারতকে দিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল কারিম, বাংলাদেশ জাতীয় দলের প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটু, সৈয়দ ইব্রাহিম রনক, এম এ বাশার, আবদুল হাই নোমান, হামিদুল করিম আব্বাসী, ফরিদ উদ্দিন, ইসলামী ঐক্য জোটের ইলিয়াস রেজাসহ অনেকে।
সারাবাংলা/এজেড/এমও