মায়ার ছেলে দীপু মারা গেছেন
সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ১৯:০২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ১৯:০৩
২ ডিসেম্বর ২০২৩ ১৯:০২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ১৯:০৩
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে, গত ২৮ নভেম্বর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতাল ভর্তি হন দীপু। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
দীপুর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাজেদুল হোসেন চৌধুরী দীপু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সারাবাংলা/এনআর/পিটিএম