Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে দীপংকর তালুকদারসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৮:২০

রাঙ্গামাটি: রাঙ্গামাটি-২৯৯ নম্বর সংসদীয় আসনের জন্য পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৫টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

মনোনয়ন ফরম দাখিল করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে, গত মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন ঊষাতন তালুকদার।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর জেলা জাতীয় পার্টির সভাপতি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী অমর কুমার দে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এবং তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমানের পদ-পদবী সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করা ঊষাতন তালুকদার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি।

দীপংকর তালুকদার এর আগে ছয় বার নির্বাচন করে চার বার সংসদ সদস্য হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার দুইবার নির্বাচন করে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

জেলার নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

সারাবাংলা/এনইউ

জমা টপ নিউজ প্রার্থী মনোনয়নপত্র রাঙ্গামাটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর