এয়ার অ্যারাবিয়া থেকে ৩ কোটি টাকার সোনার বার জব্দ
৩০ নভেম্বর ২০২৩ ০১:১৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ০৯:২৫
চট্টগ্রাম ব্যুরো: মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে চট্টগ্রামে আসা একটি বিমানে যাত্রীর আসনের নিচ থেকে ৩৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার (২৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের জি- ৯৫২০ ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে অবতরণ করা বিমানটিতে তল্লাশি চালানো হয়। এতে এফ-৯ আসনোর নিচে কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়।
প্যাকেটগুলোর ভেতর ৩৮টি সোনার বার পাওয়া যায়, যার ওজন চার কেজি ৪২০ গ্রাম। আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা।
বারগুলোর মালিকানা কেউ দাবি না করায় সেগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে বারগুলো কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/টিআর