Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ২১:২৫

ঢাকা: অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা-কর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে ফের নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, ‘আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে ওঠা ও বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন দেবেন, তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরিক হতে হবে। বিজয় না আসা পর্যন্ত এক দফার আন্দোলন চলতেই থাকবে।’

ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি এড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

অবরোধ এলডিপি মিছিল সমর্থন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর