Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে— ডিবি অফিসে শামীম ওসমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৬:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬

ঢাকা: বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

তিনি বলেন, পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন,এ বিষয়ে আমার নলেজে যতটুকু আছে, সেগুলো তাকে জানাতে চাই। আর সে কারণেই আজকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসেছি।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চায়— যেখান থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।

তিনি বলেন, আপনারা জানেন যে, ছাত্র রাজনীতি করতে করতে এতদূর এসেছি। আমি গতকাল (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন করে বলেছি— যেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা মেরেছে। এ ধরনের বেশকিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।

তিনি আরও বলেন, সেই দেশই উন্নত হয়, যে দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনও ঘটনা জানতে পারলে, সেগুলো যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়। এটি দেশের সব মানুষের দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না, আওয়ামী লীগেরও কোন নেতা হিসেবে না, যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি— তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেই তথ্য সঠিক কিনা, সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।

বিজ্ঞাপন

এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন, তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এনইউ

কার্যালয় টপ নিউজ ডিবি শামীম ওসমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর