Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনির দাম কমানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৪:১৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৫:৩৭

রংপুর: আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বাড়ার কারণে তা সম্ভব হয়নি। এমনকি দেশেও চিনির উৎপাদন হচ্ছে না। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। তাই আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তবে শীতকালীন শাকসবজি ও চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে মনে করেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। আমেরিকা-ইউরোপ এমন কিছু করবে না যাতে বাংলাদেশের পোশাক শিল্পে প্রভাব পড়ে।’ এসময় তিনি উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/আরএইচএস/এমও

চিনির দাম টপ নিউজ বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর