Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৩:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৪:৩২

ঢাকা: মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়। ফলে তাদের পদত্যাগ কার্যকর হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রজ্ঞাপনগুলো গেজেট আকারে প্রকাশিত হয়।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। তারা তিনজনই ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী।

একইসঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন:

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ টেকনোক্র্যাট পদত্যাগপত্র মন্ত্রী-প্রতিমন্ত্রী