Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল তল্লাশিতে বেরিয়ে এল ১৬ কোটি টাকার সোনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১৯:৫৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ২০:২৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে সোনা চোরাচালানকারী একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি যে মোটরসাইকেলে ছিলেন, সেটি তল্লাশি করে পাওয়া গেছে ৯৬টি সোনার বার। ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের এই সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ নভেম্বর)) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আটক নাজমুল ইসলাম (৩১) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুরের আসাদুল হকের ছেলে। সোনা চোরাচালানে ব্যবহৃত তার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে বিজিবি।

এ নিয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সময়ে ভারতে পাচারের সময় ২৮ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ২৪১ টাকা সমমূল্যের ২৯ কেজি ৯৫৬ গ্রাম অবৈধ সোনার চালান জব্দ করেছে।

লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর জানান, ভারতে সোনা চোরাচালান হবে— এমন খবর পেয়ে তার নির্দেশনায় সীমান্তের প্রধান খুঁটি ৭৭/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে রুদ্রনগর গ্রামে বিজিবি সুলতানপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিমসহ বিজিবি টহল দল অবস্থান নেয়। সকাল ১০টার দিকে টহল দলটি দর্শনা থেকে একজন ব্যক্তিকে মোটরসাইকেলে করে ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে যেতে দেখেন। থামতে বললে তিনি চলন্ত মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, আটক নাজমুল ইসলামের শরীর তল্লাশি করেও বিজিবি সদস্যরা কিছু পাননি। পরে মোটরসাইকেল তল্লাশি করলে সেখানে এয়ার ফিল্টারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেটে ছোট-বড় ৯৬টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ১৬ কেজি ১৪ গ্রাম, যার দাম প্রায় ১৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিজিবি কমান্ডার আব্দুল হাকিম বাদী হয়ে আটক নাজমুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। জব্দ করা অবৈধ সোনার বারগুলো পরীক্ষা করে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হচ্ছে।

পরে কুষ্টিয়া বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইমারত হোসেন সাংবাদিকদের বলেন, চোরাকারবারীরা মনে করছে সংসদ নির্বাচন নিয়ে বিজিবি ব্যস্ত থাকবে। সেই সুযোগে তারা অপকর্ম চালিয়ে যাবে। এটা হবে না। আমাদের কাজে আমরা যথেষ্ট দায়িত্ববান ও সচেতন। চোরাকারবারীরা তাদের কাজটি করতে পারবে না।

সারাবাংলা/টিআর

১৬ কোটি টাকার সোনা ৬ বিজিবি অবৈধ সোনার বার সোনা চোরাচালান সোনা জব্দ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর