ফজলে করিমের সঙ্গে বিপুল নেতাকর্মী, রিটার্নিং কর্মকর্তা ‘দেখেননি’
২৮ নভেম্বর ২০২৩ ১৭:৪৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৮:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এ বি এম ফজলে করিম চৌধুরী। পাঁচ শতাধিক নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে মনোনয়নপত্র দাখিলের জন্য যান ক্ষমতাসীন আওয়ামী লীগের চারবারের এই সংসদ সদস্য। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি সাতজন নিয়ে প্রবেশ করেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি জেলা প্রশাসন কার্যালয়ে যাওয়ার আগে থেকেই মুজিব কোট পরিহিত বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান নেন। তাদের অনেকের হাতে প্রতীকী নৌকা দেখা গেছে। ফজলে করিম যখন সেখানে পৌঁছান, তখন নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
নির্বাচনী আচরণ বিধিমালায় কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা কোনো প্রকার শোডাউন করতে পারবেন না বলে উল্লেখ আছে। এ ছাড়া পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না বলেও উল্লেখ আছে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘তিনি (এ বি এম ফজলে করিম চৌধুরী) যখন মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন, তার সঙ্গে পাঁচজনের বেশি ছিল না। বাইরে তার সমর্থক ছিল, সেটি তিনি নিজেই বলেছেন। শোডাউনের বিষয় জানি না। তবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হলে আমরা তার কাছে সে বিষয়ে ব্যাখ্যা চাইব।’
মনোনয়নপত্র জমা দিয়ে ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি ছিলাম। ২০২৪ সালের নির্বাচনেও আমি অংশগ্রহণ করছি। আমি চাইব সব গণতান্ত্রিক দল অংশগ্রহণ করুক। আমি বিএনপিকে আহ্বান জানাব, তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করে।’
‘আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমার আসনে যত স্বতন্ত্র প্রার্থী, যত নির্বাচনি দল আছে, বিদ্রোহী আছে, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাব। খেলার মাঠে আমি খেলতে চাই। আমি গোলকিপার ছাড়া গোল দিতে চাই না। আমি চাইব সবাই আসুক, অংশগ্রহণ করুক। জনগণ তাদের রায় প্রদান করবে।’
সারাবাংলা/আইসি/টিআর
আচরণবিধি লঙ্ঘন এ বি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসন নির্বাচনি আচরণবিধি মনোনয়নপত্র জমা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়