চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
২৮ নভেম্বর ২০২৩ ০৯:১৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১০:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
সোমবার (২৭ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত সুমন সাহা (৪৫) নগরীর রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী জানিয়েছেন, ওই বাসাতেই গত (সোমবার) রাতে খুন হয়েছেন সুমন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকজন লোক বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন মারধরে জখমে রক্তের জমাটবাঁধা কালচে দাগ দেখা গেছে। মঙ্গলবার ভোর পর্যন্ত আটক করা তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশের ধারণা, মাদক ও সোনা চোরাচালানের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
সারাবাংলা/আরডি/এমও