ঘরে ঘুমিয়ে ছিল শিশু প্রণয়, আগুন কেড়ে নিল প্রাণ
২৭ নভেম্বর ২০২৩ ২৩:৪১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০০:৫০
ঠাকুরগাঁও: বাবা ইটভাটায় গেছেন কাজ করতে। জ্বালানির জন্য গোবর কুড়াতে মা-ও বাইরে। আচমকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী সে আগুন নিভিয়ে ফেললেন। কিন্তু ঘরে ঘুমন্ত শিশু প্রণয়কে বাঁচানো যায়নি। আগুনে পুড়ে অঙ্গার হয়েছে তিন বছরের প্রণয়।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে দক্ষিণ মন্ডলপাড়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা দিপু চন্দ্র রায়ের বাড়িতে লেগেছিল আগুন, যা কেড়ে নিয়েছে তার দ্বিতীয় সন্তান প্রণয়ের প্রাণ।
দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, দিপু পাশের এলাকায় ইটভাটায় কাজ করতে গিয়েছিল। তার স্ত্রী শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে বাড়ির বাইরে বের হয় জ্বালানির জন্য গোবর কুড়াতে। এমন সময়ে আগুন লাগে। শিশুটি অগ্নিদগ্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মারা গেছে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সারাবাংলা/টিআর