Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চান ৮৭ বিদেশি পর্যবেক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ২০:১৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ২১:৩৯

ঢাকা: আগামী ৭ জানয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসতে চান ৮৭ জন বিদেশি পর্যবেক্ষক। এ জন্য নির্বাচন কমিশনে (ইসি) তারা আবেদন করেছেন। তাদের এই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে মতামত নেওয়ার জন্য। সেখান থেকে অনাপত্তি এলেই অনুমোদন দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যেসব সংস্থার সদস্যরা আবেদন করেছেন তাদের মধ্যে উগান্ডার ১১ জন নাগরিক আসতে চান আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স থেকে, ইউরোপীয় ইউনিয়নের চারজন, বার্তা সংস্থা অ্যাজেন্সি ফ্রান্স প্রেসের ১২ জন, আবুধাবি থেকে একজন, ভারতের এনডিটিভির দুজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টিয়ান কংগ্রেস থেকে তিনজন, সুইডিশ রেডিও থেকে একজন, জাপানের একজন, জার্মানির দুজন (একজন সাংবাদিক), ইতালি থেকে একজন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের একজন ভোট পর্যবেক্ষণ করতে চান। এছাড়া রয়টার্সসহ আরও কয়েকটি সংস্থা থেকেও আবেদন করা হয়েছে।

এদিকে ৩৪টি দেশ ও চারটি সংস্থার ১১৪ জনকে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইসি। তবে তাদের আবেদন করতে হবে না। কেবল আগ্রহের কথা জানালেই সব ব্যবস্থা নেবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশিরা ভোট পর্যবেক্ষণের আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, আর নির্বাচনা চালানো যাবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনইউ

টপ নিউজ নির্বাচন পর্যবেক্ষক বিদেশি সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর