Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বাস চাপায় শিশুসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২০:০৮

ভোলা: ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. হাসনাইন আহমেদ (৭) ও আব্দুল জব্বার (৫৫) নামে দুই পথচারী নিহত হয়েছে। নিহতরা শিশু হাসানাইন আহমেদ লালমোহন লালমোহন পৌর ৫ নম্বর ওযার্ডের মো. ভূট্টুর ছেলে ও জব্বারের বাড়ি পৌর ৯ নম্বর ওয়ার্ডে করম আলীর ছেলে বলে জানা গেছে।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় পরে ৪ জন পথচারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে সেখানকার চিকিৎসক শিশু হাসনাইন ও জব্বারকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্যে ভোলা সদর হসপাতাল ও বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সারাবাংলা/একে

পথচারীর মৃত্যু বাস দুর্ঘটনা ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর