Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন বঞ্চিতরাও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন: শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ১৫:৫২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৭:২৯

ঢাকা: দল থেকে মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের স্বতন্ত্র কিংবা বিদ্রোহীরা প্রার্থীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কোনো আসনে বিনাপ্রতিদ্বন্দ্তিায় কেউ যেন জয়ী হতে না পারেন সে বিষয়ে নেতাকর্মীদের খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে গণভবনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দলটির সভাপতি শেখ হাসিনা এমন উৎসাহ দিয়েছেন বলে উপস্থিত সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কোনো প্রার্থী যেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে না পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। জনগণের প্রতি আস্থা বিশ্বাস থাকলে প্রার্থী হবেন। ভোট সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে।’

একইসঙ্গে নির্বাচন বানচালে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলার জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এখন হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করে জনজীবন অতিষ্ঠ করার খেলায় মেতে উঠেছে। তা মোকাবিলা করতেও সজাগ থাকার আহ্বান থাকা এবং জনগণকে সঙ্গে নিয়ে অগ্নিসন্ত্রাসকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনাও দেন।

এদিকে আজ প্রতীক্ষার অবসান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ। ভোটের মাঠে নির্বাচনি লড়াইয়ে আওয়ামী লীগের বাগানের হাজার হাজার ফুলের মধ্য দিয়ে তিনশ আসনে সবচেয়ে সুন্দর ফুলগুলো বেঁচে নিচ্ছেন তারা। দলটির হাইকমান্ড বলেছিলেন, বাগানে শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটি বেছে নেব।

বিজ্ঞাপন

রোববার বিকাল চারটার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন দলটির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত কয়েকদিন সংসদীয় মনোনয়ন বোর্ড সভায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয়।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার ছয় বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

এবার জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দলের মনোনয়ন প্রত্যাশায় সর্বমোট ৩ হাজার ৩৬২ টি ফরম বিক্রি হয়। ফরম বিক্রি বাবদ দলের আয় হয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।

মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে মনোনয়ন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানা গেছে।

তার আগে সকালে গণভবনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন দলটির সভাপতি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা।

জনগণেই আওয়ামী লীগের শক্তি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কোন মুরুব্বি নেই, আমাদের মুরুব্বি জনগণ। রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অগণিত নেতাকর্মী আছে, জনগণের সমর্থন আছে। কারো তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না।’

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের মানুষ শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে, মানুষ ভালো থাকতে শুরু করেছে। আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিলে, আমরা সরকার গঠন করতে পারলে উন্নয়ন অব্যাহত থাকবে।’

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের সেবক হিসেবে কাজ করছি। দলমত নির্বিশেষে সবার দায়িত্ব আমার। তারা আমার পরিবার।’

বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণের ওপর তাদের আস্থা-বিশ্বাস নেই। সে জন্য তারা ষড়যন্ত্র-চক্রান্ত করছে।

নাশকতা এবং অগ্নি-সন্ত্রাসের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত দুষ্ট-চক্র যেন মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্রোহী প্রার্থী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর