দ্বাদশে নৌকার মাঝিদের নাম ঘোষণা বিকেল ৪টায়
২৬ নভেম্বর ২০২৩ ১৩:৪৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৪:২৪
ঢাকা: প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের। এ লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রোববার (২৬ নভেম্বর) বিকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলের ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয়।
এর আগে, গত বৃহস্পতি ও শুক্রবার ছয় বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে মনোনয়ন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানা গেছে।
এর আগে, রোববার সকালে গণভবনে ৩ হাজারের বেশি দলীয় মনোনয়ন প্রত্যাশীকে মতবিনিময়ে ডেকেছেন দলটির সভাপতি। সেখানে দল ঘোষিত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে মনোনয়নপ্রত্যাশীদের সুস্পষ্ট দিকনির্দেশনা দেন।
সারাবাংলা/এনআর/এমও