Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশে রাখা ব্যাগে মিলল শিশুর লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ১৭:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশে রাখা ব্যাগের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কালো চেক রংয়ের একটি ব্যাগ সড়কের পাশে পড়ে ছিল। ওপরের চেইন খোলা ছিল। স্থানীয় লোকজন কৌতুহলবশত উঁকি দিয়ে ব্যাগের মধ্যে শিশুর লাশ দেখতে পায়। তখন তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ব্যাগ থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা বলেন, ‘শিশুটির বয়স মাসখানেক হতে পারে। রাতে মৃত শিশুটিকে ব্যাগে ভরে কেউ ফেলে যেতে পারে। উদ্ধার করা মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/আরডি/এমও

শিশুর লাশ সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর