Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিএসএসের লিখিত পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ২০:২৮

ঢাকা: ৪৫তম বিএসএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) পিএসসি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে বলে উল্লেখ করা হয়। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

উল্লেখ্য, হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে প্রার্থীরা পরীক্ষায় বসতে চাননি। অন্যদিকে, পরীক্ষা নিতে অনড় ছিল পিএসসি। সময়সূচি ও আসনবিন্যাসও প্রকাশ করেছিল সংস্থাটি। অবশেষে মাত্র তিন দিন আগে পরীক্ষা স্থগিত করা হলো।

সারাবাংলা/জেআর/এমও

বিএসএস লিখিত পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর