Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দিনব্যাপী চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৭:৩২

ময়মনসিংহ: ‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ এই স্লোগানে ময়মনসিংহে দিনব্যাপী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিল্প প্রকাশের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে জাতীয় সঙ্গীত, দেশবরেণ্য শিল্পীদের গণচিত্রাঙ্কনের পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, কার্টুন, আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ।

অনুষ্ঠানে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার শতাধিক শিল্পী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের আহ্বায়ক প্রফেসর ড. রাশেদ সুখন, সদস্য সচিব মঞ্জুর এলাহী, সদস্য মোহাম্মদ রাজন ও গৌতম কুমার দেবনাথ।

বিজ্ঞাপন

নতুন ও তরুণ প্রজন্মসহ নানা শ্রেণিপেশার মানুষের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী জনমত গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান বক্তারা।

সারাবাংলা/কেএম/এমও