Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দোকানের ভেতর থেকে কিশোরী ও যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৩:১৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১৫:০১

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কোনোপাড়া এলাকার ধার্মিকপাড়ায় বন্ধন এন্টারপ্রাইজ নামে একটি দোকানের ভেতর থেকে এক কিশোরী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। কোনাপাড়া-মানিকদিয়া সড়কে ধার্মিকপাড়ায় একটি আবাসন প্রকল্প এলাকায় গড়ে উঠেছে বিনোদনকেন্দ্র। যেটি ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি একটি বিনোদন স্পট। সেখানে একটি দোকানের ভেতর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী ও ২৬ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। এই ঘটনায় আরও একজন অসুস্থ আছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

কিশোরী কোনোপাড়া ঢাকা যুবক রাজধানী লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর