Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৩ ২০:৪৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২০:৪৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা বিকাশে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এতে ৪টি অটিজম (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন (সদ্য এসপি), পৌর মেয়র মো. কাজিউল ইসলাম ও কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩-২০২৪ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

সারাবাংলা/এনইউ

অটিজম কুড়িগ্রাম প্রতিযোগিতা বিশেষ চাহিদা সম্পন্ন

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর