Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবচেয়ে বেশি নির্বাচন পর্যবেক্ষক আসবে উগান্ডা থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১৯:০৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২০:১৫

ঢাকা: বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৪৪ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ১১ জনই উগান্ডার নাগরিক।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসি জানিয়েছে, অস্ট্রেলিয়া দূতাবাসের জামান মজুমদার নামের একজন, শাহ নূর আজিজ নামের ইতালির একজন ও ইউরোপীয়ান ইউনিয়নের চারজন ভোট পর্যবেক্ষণে আসবেন। এছাড়া ভেরেনা হোইলজেল নামের এক জার্মান ফ্রিল্যান্সারসহ দুই নাগরিক আসবেন। তিনজন ভারতীয়, দুইজন জাপানি ও এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) ১২ জন ভোট পর্যবেক্ষণে আসবেন। এছাড়াও ব্রিটিশ হাইকমিশনের একজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন পর্যবেক্ষক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবেন।

অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এই সময়সীমা বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এ সময়ে আবেদন করতে পারবে। কোনো তথ্য জানার দরকার হলে ইসিতে যোগাযোগ করতে বলা হয়েছে। এরই মধ্যে ১২টি দেশ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে।

সারাবাংলা/জিএস/এনইউ

উগান্ডা নির্বাচন পর্যবেক্ষক সংসদ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর