Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলার সেরা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ

সারাবাংলা ডেস্ক
২০ নভেম্বর ২০২৩ ২৩:২৯

ঢাকা: একুশে বইমেলা ২০২৩-এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ। তিন ক্যাটাগরিতে সেরা বই বিক্রেতা প্রকাশনীগুলোকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘অ্যাপল ওয়াচ সিরিজ-৮’ জিতে নেয় অন্যপ্রকাশ, ঐতিহ্য, তাম্রলিপি, সাহিত্যদেশ ও প্রথমা প্রকাশনী। দ্বিতীয় পুরস্কার হিসেবে ‘সিলেটের হোটেল প্যালেস-এ ২ জনের জন্য দুই দিন একরাত অবকাশ যাপন’ জিতে নেয় বাতিঘর, পাঞ্জেরী, অস্তিত্ব, চমন প্রকাশ, দ্যা পপ-আপ ফ্যাক্টরি, বাঁধন ও কাকলী প্রকাশনী। আর তৃতীয় পুরস্কার হিসেবে ‘ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুই জনের জন্য বুফে ডিনার’ জিতে নেয় অনন্যা, জ্ঞানকোষ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, নালন্দা, সময়, অবসর, অন্বেষা, কথাপ্রকাশ, আগামী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রগতি ও ষ্টুডেন্ট ওয়েজ।

বিজ্ঞাপন

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক মাজহারুল ইসলাম, বিকাশ’র মার্চেন্ট পেমেন্ট’র ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট বিজনেসের ঢাকা সার্কেলের ভাইস-প্রেসিডেন্ট অভিজিত রায়, মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার জাফর ইকবালসহ অন্যান্য প্রকাশকরা।

প্রকাশকদের বই মেলায় ডিজিটাল পেমেন্ট গ্রহণ করাকে উৎসাহিত করতে এই আয়োজন করে দেশের সবচেয়ে বড় এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। দেশজুড়ে বড় ব্র্যান্ড শপ, অনলাইন মার্কেটপ্লেসসহ গলির ফার্মেসি, মুদি দোকান, লাইব্রেরি, লাইফস্টাইল পণ্যের ছোট-বড় সব দোকানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিকাশ পেমেন্ট। বর্তমানে প্রায় ৬ লাখ মার্চেন্ট রয়েছে বিকাশের।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ছয় বছর ধরে মূল পৃষ্ঠপোষক হিসেবে বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলার সঙ্গে সম্পৃক্ত আছে বিকাশ। বই কিনতে উৎসাহিত করতে প্রতি বছর বইমেলায় ক্যাশব্যাকও দিয়ে আসছে বিকাশ।

সারাবাংলা/পিটিএম

পুরস্কার বইমেলা বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর