Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ২৩:০৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, শরিয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে ২০-২৫ জন শ্রমিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন। ট্রলারটি সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পৌঁছালে শ্রমিক রবিউল নদীতে পড়ে নিখোঁজ হয়।

সে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে ।

ট্রলারের অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন রবিউল ট্রলারের পেছনে (প্রস্রাব করতে) গেলে ট্রলার থেকে নদীতে পড়ে যায়। তাছাড়া রবিউল মৃগী রোগী ছিল বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানান।

সন্ধ্যায় ঘটনাস্থলে যান হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, ওসি সুমন কুমার আদিত্যসহ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার তৎপরতায় অংশ নেয়নি।

সারাবাংলা/একে

ট্রলারডুবি পদ্মা শ্রমিক নিখোঁজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর