Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ ঘণ্টায় এক ট্রেন ও ১০ যানবাহনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ১৮:০৩

ঢাকা: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১৯ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১০টি যানবাহন ও  একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে,  ১৫ ঘণ্টায় এ সব যানবাহনে আগুন লাগানো হয়।

১১টি যানবাহনের মধ্যে পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা রাজধানী ঢাকা শহরে। এর বাইরে রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) তিনটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) দুটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া জামালপুরে একটি ট্রেনে আগুন লাগানোর ফলে তিনটি বগি পুড়ে যায়।

বিজ্ঞাপন

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্রেন,  ছয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান।

এ সব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাফরুল এলাকায় বিহঙ্গ পরিবহনের বাসে, ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনে, ৯টা ৪৫ মিনিটে জয়পুরহাটে একটি পিকআপ ভ্যান, ১১টা ৩৫ মিনিটে কুমিল্লায় পাপিয়া পরিবহনের বাসে, ১১টা ৫৭ মিনিটে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইডের সামনে মৌমিতা পরিবহনের বাসে, ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশীতে বসুমতি পরিবহন বাসে আগুন দেওয়া হয়।

রোববার রাত ১টা ২০ মিনিটে সরিষাবাড়িতে ট্রেনে (তিনটি বগি), ১টা ৩০ মিনিটে বগুড়ায় ট্রাকে, ১টা ৪০ মিনিটে ফেনীর লালপুরে কাভার্ডভ্যানে ও ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে আগুন দেওয়া হয়।

সর্বশেষ ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/একে

আগুন টপ নিউজ ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর