Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ব্যবসায়ীসহ ২ জনকে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ১৬:৫০

নওগাঁ: নওগাঁয় কামাল আহমেদ (৫২) ও মামুনুর রহমান মামুন (৩২) নামে এক কংক্রিকেটর খুঁটি (সিমেন্টের খুঁটি) ব্যবসায়ীকে মাথার পেছনে হাঁতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত কামাল আহমেদ নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রজাকপুর মহল্লার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি বলে জানা গেছে।

মামুনুর রহমান মামুন কংক্রিকেটর খুঁটি ব্যবসায়ী এবং নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের আলেফ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কামাল আহমেদ পার্শ্ববর্তী সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন লোক অটোরিকশাটির পথরোধ করে দাঁড়ায়।

এ সময় কামাল আহমেদকে অটোরিকশ থেকে নামিয়ে দূর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগী মারা গেছে। নিহতের ঘাড় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।’

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘মরদেহের পিঠে ও ঘাড়ে চাপাতি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলায় কংক্রিকেটর খুঁটি (সিমেন্টের খুঁটি) ব্যবসায়ি মামুনুর রহমান মামুনকে মাথার পেছনে হাঁতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এসময় তার কাছে থাকা ১ লাখ ১৫ হাজার ছিনিয়ে নেয় ট্রাক চালক সুমন আলী(৩৫) ও তার সহযোগী সজীব (৩০)। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজউদ্দিন কোল্ড স্টোরেজের কাছে জঙ্গলের পাশ থেকে নিহত মামুনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক চালক সুমন আলীর বাড়ি একই গ্রামে এবং চালকের সহযোগী সজীবের বাড়ি পাশের উল্লাসপুর গ্রামে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যবসায়ী মামুনুর রহমান মামুন ট্রাক ভাড়া করে খুঁটি নিয়ে রাজশাহীতে সরবরাহ করতে যান। রাতে ট্রাক চালক সুমন ও তার সহযোগী সজীব বাড়ি ফিরলেও মামুন বাড়ি ফেরেনি। রোববার সকালে মামুনের স্বজনরা মামুনের সন্ধানে ট্রাক চালক সুমন ও সজীবকে চাপ সৃষ্টি করে। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মামুনকে হত্যা করে ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজউদ্দিন কোল্ড ষ্টোরেজের কাছে জঙ্গলের পাশ থেকে নিহত মামুনের মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/একে

নওগাঁ ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর