Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার মাঝি হতে ৩ আসনের ফরম সংগ্রহ সাকিবের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৮:০৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ২২:১৫

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের পক্ষে তার স্বজন বুথ থেকে ফরম সংগ্রহ করেন।

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা।

খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহের বুথে দায়িত্বরত নেতারা এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রমের প্রথম দিনে ১০৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে, শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সারাবাংলা/এনআর/এমও

টপ নিউজ নৌকার মাঝি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর