Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ০৯:৪২

ঝালকাঠি: জেলা কারাগারের মো. মতলেব মাঝি (৬৮) নামে হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কারাধ্যক্ষ মো. আতিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে মতলেব মাঝি মারা যান।

নিহত মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন।

ঝালকাঠি জেলা কারাগারে সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জিএমএস/এনএস

ঝালকাঠি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর